আল্লাহ তোমার মায়া সিন্ধু বাংলা গজল

 



আল্লাহ তোমার মায়া-সিন্ধুর

সীমানা যে নাই

জীর্ণ আমার জীবন তরী

আশায় আশায় বাই ||


সম্বল আমার তোমার দয়া

আরতো কিছু নাই

তুমি চাড়া পথের সাথী

আমার কেহ নাই ||


মরণ পরে পর পারে

যখন আমি যাই

ভুলিয়ো না অধমেরে

দিও কাছে ঠাই ,

বিচার দিনের ভয়াল মাঠে

তোমার দয়া চাঁই ||


―আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী

(বড় ছাহেব কিবলাহ ফুলতলী)

Post a Comment

0 Comments