নবীর রওজা শরীফ দেখে মন ভরেনা লিরিক গজল

 



নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,

নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,

দিদার দাও গো শাহে মদিনা,

দিদার দাও গো শাহে মদিনা।



আরশের মেহমান করেছেন আল্লাহ,

কত শান কত মান মোর কামলীওয়ালা,

আরশের মেহমান করেছেন আল্লাহ,

কত শান কত মান মোর কামলীওয়ালা,

ওগো মাদিনা ওয়ালা

ওগো মাদিনা ওয়ালা করো করোনা।

দিদার দাও গো শাহে মদিনা,

দিদার দাও গো শাহে মদিনা।



জালি মোবারক দেখলে এক নজর,

নূরেতে জলমল করবে ভিতর,

জালি মোবারক দেখলে এক নজর,

নূরেতে জলমল করবে ভিতর,

ওগো রাউফুর রাহীম

ওগো রাউফুর রাহীম কাছে ডাক দেও না।

দিদার দাও গো শাহে মদিনা,

দিদার দাও গো শাহে মদিনা।



অলি উল্লাহ তোমার প্রেমেতে পাগল,

তোমার জন্য মোর দিবো যে সকল,

অলি উল্লাহ তোমার প্রেমেতে পাগল,

তোমার জন্য মোর দিবো যে সকল,

ওগো সিরাজুম মুনীর তুমি দয়া কর না।

দিদার দাও গো শাহে মদিনা,

দিদার দাও গো শাহে মদিনা।



নবীর রওজা শরীফ

নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,

নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,

দিদার দাও গো শাহে মদিনা,

দিদার দাও গো শাহে মদিনা।

Post a Comment

0 Comments