মারহাবা শাদী মোবারক মারহাবা ইসলামি গজল লিরিক

 



দুই পৃথিবী দুই মনের আজ একটি হৃদয়ে গাঁথা

মারহাবা, শাদি মুবারক, মারহাবা

মারহাবা, শাদি মুবারক, মারহাবা।।


রাসূলের অনুসরণে বরকতের আজ সব দুয়া

মারহাবা, শাদি মুবারক, মারহাবা

মারহাবা, শাদি মুবারক, মারহাবা।।


দেলওয়ার ভাইয়ের আজ শুভ পরিণয়, মারহাবা

মহীয়সী সুমি আক্তার এর শুভ পরিণয়, মারহাবা

মা-বাবা, সাথী-স্বজনের বুক ভরা আছে দোয়া।।


মারহাবা, শাদি মুবারক, মারহাবা

মারহাবা, শাদি মুবারক, মারহাবা।।


একলা চলা পথের হলো আজকে অবসান

বাজবে এখন একই সুরে দুই জীবনের গান

একলা চলা পথের হল আজকে অবসান

বাজবে এখন একই সুরে দুই জীবনের গান

নরনারীর জীবন খুঁজে পায় বিয়েতে পূর্ণতা।


মারহাবা, শাদি মুবারক, মারহাবা

মারহাবা, শাদি মুবারক, মারহাবা।।


হয়নি দেখা যাকে লেখা ছিল কপালে

বাঁধলো জীবন আজি তারই প্রেমের শিকলে

হয়নি দেখা যাকে লেখা ছিল কপালে

বাঁধলো জীবন আজি তারই প্রেমের শিকলে

পবিত্র এক বাঁধন বিয়ে, জান্নাতি সুখে বাঁধা।।


মারহাবা, শাদি মুবারক, মারহাবা

মারহাবা, শাদি মুবারক, মারহাবা।।


দেলওয়ার ভাইয়ের আজ শুভ পরিণয়, মারহাবা

মহীয়সী সুমি আক্তার এর শুভ পরিণয়, মারহাবা

মা-বাবা, সাথী-স্বজনের বুক ভরা আছে দোয়া।।


মারহাবা, শাদি মুবারক, মারহাবা

মারহাবা, শাদি মুবারক, মারহাবা

মারহাবা, শাদি মুবারক, মারহাবা

মারহাবা, শাদি মুবারক, মারহাবা।।

Post a Comment

0 Comments